• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বগুড়ায় নতুন ৮৬ জনের করোনা শনাক্ত

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জুন ২০২০, ১৮:৩২
Corona of 6 new people identified in Bogra
বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬০২ জনে।

আজ শুক্রবার (২৬ জুন) বগুড়া স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এক অনলাইন বিফ্রিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

এ সময়ে তিনি জানান, গতকাল ৩৩৫টি নমুনার পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৬ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। এর মধ্যে বগুড়া সদরে ৫৪ জন, শেরপুরে ১০ জন, গাবতলীতে ৫ জন, সারিয়াকান্দিতে ৪ জন, ধুনটে ৪ জন, শাহজাহানপুরে ৩ জন, কাহালুতে ২ জন ও দুপচাচিয়ার ১ জন বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও জানান, নতুন করোনা শনাক্ত হওয়া ৮৬ জনের মধ্যে পুরুষ ৬১ জন, নারী ২০ জন ও শিশু ৫ জন।

প্রসঙ্গত, এ পর্যন্ত বগুড়া জেলায় ২ হাজার ৬০২ জন করোনা আক্রান্তের মধ্যে ৩১৭ জন ব্যক্তি করোনা জয় করেছেন। আর মারা গেছেন ৪৩ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ২৪২ জন।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh