• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় আরও ৩৬ জন করোনায় আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ জুন ২০২০, ০৯:০১
coronavirus
ছবি সংগৃহীত

কুষ্টিয়ায় গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯৭ জনে। একই সময়ে সুস্থ হয়েছেন ছয়জন। ২৪ ঘণ্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১৯৬ টি নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, কুমারখালীতে আটজন, ভেড়ামারায় আটজন ও দৌলতপুরে তিনজন।

এদের মধ্যে পুরুষ ২৫ জন আর নারী ১১ জন। পুলিশ আক্রান্ত প্রত্যেকের বাড়ি ও এলাকা লকডাউন করে দিয়েছে।

সদর উপজেলায় আক্রান্ত ১৭ জনের ঠিকানা থানাপাড়া ১, কোর্টপাড়া ১, জুগিয়া মঙ্গলপাড়া ১, হাউজিং ১, কুমারগাড়া ১, কাস্টম মোড় ১, বিআরবি ১, বড় আইলচাড়া১,ফুলতলা ১, বিইবি জুগিয়া ১,জগতি ১, মঙ্গলবাড়িয়া বাজার ১,আড়ুয়াপাড়া ৩, বিআরবি টাওয়ার ১ জন, খেজুরতলা ১ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ৮ জনের ঠিকানা বাড়াদি কয়া ১, ইউএইচসি ১, সুলতানপুর ১, পৌরসভা ১, কুন্ডুপাড়া১, শেরকান্দি ৩ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা ওয়ালটন প্লাজা ১, গঙ্গারামপুর ১, জয়রামপুর ১ জন।

ভেড়ামারায় আক্রান্ত ৮ জনের ঠিকানা কুন্ডুপাড়া ২, নওদাপাড়া২, ষোলোদাগ২, ধুবাইল ১, মাধবপুর ১ জন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২৫ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৩৪৪ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন। এ পর্যন্ত ৬ জন মারা গেছে। ঝুঁকিপূর্ণ ১৮টি রেডজোনে লকডাউন চলছে।

আরো পড়ুন: নওগাঁয় আরও ৮৫ জন করোনায় আক্রান্ত

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
X
Fresh