• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটিতে ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ জুন ২০২০, ০৮:২৯
python recovered in Rangamati
ছবি সংগৃহীত

রাঙামাটি শহরে ছয় ফুট দৈর্ঘের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শহরের তবলছড়িস্থ হযরত আবদুল্লাহ ফকির (রহঃ) মাজার সংলগ্ন কবরস্থান থেকে এই অজগরটি উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাতৃমঙ্গল এলাকার লোকজন এটি উদ্ধার করে। মাতৃমঙ্গল এলাকার মো. ইলিয়াছ জানান, মাগরিবের নামাজ পড়ার জন্য মাজারের মসজিদে গেলে ছোট বাচ্চাদের হৈ চৈ শুনতে পায়। পরে তাদের কাছ থেকে জানতে পারি কবরের ভেতরে একটি অজগর সাপ জালে আটকা পড়ে আছে।

আমি কলিমুল্লাহ কলি, আবু তাহের, মো. ইলিয়াস, সবুজ, রবিউল, সুমনসহ কয়েকজন সেখানে ছুটে যায়। আর কবরের ভেতর থেকে সাপটি জীবিত উদ্ধার করি। মাতৃমঙ্গল এলাকার কলিমুল্লাহ কলি জানান, সাপটি কবরের ভেতরে জালে আটকা পড়েছিল।

এটি লোকজনের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। ছয় ফুট দৈর্ঘের সাপটির যাতে কোনও ক্ষতি না হয় সেভাবেই রাখা হয়েছে। বনবিভাগের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে সাপটি হস্তান্তর করবেন বলে তিনি জানান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
পাসপোর্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্ড জালিয়াতি, গ্রেপ্তার ১
রাঙামাটিতে ভেজালবিরোধী অভিযান, ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা
X
Fresh