• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনা: মেহেরপুরে পুলিশ সদস্যের পুরো পরিবার আক্রান্ত

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জুন ২০২০, ১৫:০০
Meherpur the entire family of a policeman is affected
ছবি সংগৃহীত

মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত করোনাভাইরাস আক্রান্ত একজন এএসআই এর থেকে তার স্ত্রী ও দুই পুত্র সন্তান সংক্রমিত হয়েছেন।

গেল ২৪ ঘণ্টায় পুলিশ পরিবারের তিন জন, জেলা নির্বাচন অফিসারের গাড়ি চালকসহ ছয় জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৮ ছাড়ালো। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের আর সুস্থ হয়েছেন ২২ জন।

মেহেরপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২২ জুন পুলিশ সুপারের কার্যালয়ের ওই এএসআই কোভিড-১৯ পজিটিভ হলে তাকে হোম আইসোলেশন করা হয়। নমুনা পরীক্ষায় পরিবারের তিন জন পজিটিভ হলে তাদেরকেও আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে জেলা নির্বাচন অফিসারের গাড়ি চালক, শহরের চক্রপাড়ায় বান্দরবন ফেরত বন বিভাগের এক কর্মকর্তা ও কুষ্টিয়ার পোড়াদহের এক ব্যাংক কর্মচারী বাড়ি ফিরে কোভিড-১৯ পজিটিভ হলে তাদেরকে বাড়ি লকডাউন করে আইসোলেশন করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh