• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়ালো

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ জুন ২০২০, ০৯:৩৭
In Chuadanga, the number of victims of corona dropped to 200
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় দুইশো ছাড়ালো করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় জীবননগর ইসলামী ব্যাংকের পাঁচ কর্মকর্তাসহ নতুন করে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১০ জন ও মারা গেছেন ২ জন।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩৩ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জীবননগর উপজেলার জীবননগর ইসলামী ব্যাংকের পাঁচ কর্মকর্তাসহ ৬ জন ও একই উপজেলার মনোহরপুর গ্রামের একজন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ইতালিফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২০৩ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১০ জন ও মারা গেছেন ২ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে একজনকে। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh