• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পদ্মায় জালে ধরা পড়ছে বিশাল বাঘাইড় 

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০২০, ২০:২৮
Huge tigers are being caught in the Padma
ফাইল ছবি

পদ্মা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে স্রোত। ফলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার দৌলতদিয়া পয়েন্টে এখন প্রতিদিনই নদীতে ধরা পড়ছে বড় বড় মাছ। এরই মধ্যে বিশাল বাঘাইড়, আইড় ও পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে পদ্মায়।

বুধবার (২৪ জুন) দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের অদূরে ওসমান হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিশাল এক বাঘাইড়। সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৫০ টাকা কেজি দরে কিনে নেন। এতে পুরো মাছটির দাম পড়েছে প্রায় সাড়ে ২৭ হাজার টাকা।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, নদীতে পানি বৃদ্ধির ফলে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। বুধবার ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের অদূরে জেলে ওসমান হালদারের জালে ২২ কেজি ওজনের এক বিশাল বাঘাইড় মাছ ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য ওসমান নদীর পারে আনলে ১ হাজার ৫০ টাকা কেজিতে কিনে নিই। পরে এক হাজার ১০০ টাকা কেজি দরে ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি বিক্রি করেছি আমি। এতে আমারও কিছুটা লাভ হয়েছে।

তিনি জানান, মাছ ধরার পর পরই আমরা মাছে ছবি তুলে বিক্রি হবে বলে দৌলতদিয়া ঘাটের ঠিকানা দিয়ে ফেসবুকে পোস্ট দেই। তাতে মাছ বিক্রি ব্যবস্থাও দ্রুত হয়।

চান্দু মোল্লা আরও বলেন, এর আগে গত মঙ্গলবার (২৩ জুন) জব্বার মণ্ডল হালদার নামে এক জেলের কাছ থেকে ২৫ কেজি ওজনের আরেকটি বাঘাইড় এক হাজার ৫০ টাকা কেজিতে কিনেছি। পরে ১ হাজার ১০০ টাকা কেজিতে সেটি বিক্রি করেছি।

তিনি বলেন, যত বড় মাছ-ই হোক দ্রুত বিক্রি হয়ে যায়। মাছ বিক্রি করতে কোনও সমস্যা হয় না। হয়তো মাঝে মধ্যে একটু সময় লাগে। দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকা বা অন্যত্র যাবার পথে বড় বড় শিল্পপতি ও ব্যবসায়ীরা এসব মাছ কিনে নিয়ে যান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত তিন ম্যাজিস্ট্রেটসহ ৯ 
দৌলতদিয়া নৌরুটে ফেরি চালাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
X
Fresh