• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৬১ লাখ টাকা ফিরে পাওয়ার পর অটোচালককে অটোবাইক উপহার

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০২০, ১৯:২৯
Autobike gift to the auto driver after getting back 71 lakh rupees
ছবিঃ সংগ্রহীত

চাঁদপুরে অটোবাইকে ফেলে যাওয়া ৬১ লাখ টাকা ফিরে পাওয়ার পর সেই আলোচিত অটোচালক সজিবকে একটি অটোবাইক উপহার দেয়া হয়েছে। বিকাশের এজেন্ট আলমগীর হোসেন জুয়েলের পক্ষ থেকে এই উপহার দেয়া হয়।

বুধবার (২৪ জুন) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর উপস্থিতিতে অটোচালক সজিবকে অটোবাইকটি প্রদান করা হয়। এ সময় তার হাতে গাড়িটির চাবি তুলে দেন চাঁদপুর বিকাশের এজেন্ট আলমগীর হোসেন জুয়েল।

উপহার পেয়ে সজিব তার প্রতিক্রিয়ায় বলেন, আমি অটোবাইক পেয়ে খুশি। এতদিন অটো ভাড়া নিয়ে চালাতাম। এখন থেকে নিজের অটোবাইক হয়েছে। আমাকে অটোবাইক উপহার দিয়ে যে মূল্যায়ন করা হয়েছে এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।

অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, সজিবের মতো প্রতিটি মানুষ সততার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেবে এমনটি প্রত্যাশা করছি। পাশাপাশি সজিবকে অটোবাইক উপহার দেয়ায় বিকাশকেও ধন্যবাদ জানাচ্ছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
বন্ধুর স্ত্রীকে শাড়ি উপহার দিয়ে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন
প্রেমিকার উপহারের পোশাক পরে তরুণের আত্মহত্যা
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে উপহার পেল ৬৯ কিশোর
X
Fresh