• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যশোরে একদিনেই সর্বোচ্চ ৪৯ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০২০, ১৯:২৬
In Jessore, a maximum of 49 corona were identified in one day
ফাইল ছবি

যশোরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে আরও ৪৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৯১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় এ জেলার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৯টি নমুনার রেজাল্ট পজিটিভ আসে।

বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিনোম সেন্টারে বুধবার যশোরের ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের, নড়াইলের ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের, ঝিনাইদহের ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের, বাগেরহাটের ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের, মাগুরায় ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের ও সাতক্ষীরার ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, যবিপ্রবি ল্যাবের বুধবারের রিপোর্টে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের বর্তমান বাসস্থান লকডাউন করার পাশাপাশি তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ, নেবে ১১৫ জন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
X
Fresh