• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পঞ্চগড়ে আরও দুই জন করোনায় আক্রান্ত

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০২০, ১২:১৩
coronavirus
ছবি সংগৃহীত

পঞ্চগড়ে নতুন করে দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩০ জনে । মঙ্গলবার রাতে পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

একইসঙ্গে তিনি জানান, জেলায় এ পর্যন্ত ২০৪১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর, রংপুর মেডিকেল কলেজ ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ২৩ জুন পর্যন্ত ১৯৫২ জনের ফলাফলের মধ্যে ১৩০ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে ৭০ জন সুস্থ হয়েছে এবং তিনজন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে সদর উপজেলায় ৭৫ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা, বোদা উপজেলার সাকোয়ায় ৬৬ বছর বয়সী এক সাবেক ইউপি চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলার চিলাহাটিতে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরই খেয়ে দুই শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
X
Fresh