• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার ফরিদপুর

  ২৩ জুন ২০২০, ২১:২৬
Lokman Hossain Mridha and Sheikh Mahtab Ali.
লোকমান হোসেন মৃধা ও শেখ মাহতাব আলী। ফাইল ছবি।

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা ও ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু কোভিড-19 এ আক্রান্ত হয়েছেন। ফরিদপুরের স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আজ মঙ্গলবার (২৩ জুন) ফমেকের পিসিআর ল্যাবরেটরিতে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩২ জনের করোনা পজিটিভ এসেছে।
করোনা পজিটিভ আসা এই রোগীদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা এবং পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুও রয়েছেন বলে সিভিল সার্জন জানান। গত সোমবার (২২ জুন) তাদের নমুনা সংগ্রহ করা হয়।

জানা গেছে, গত সোমবার শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন লোকমান হোসেন মৃধা। আর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু তার ঝিলটুলীস্থ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার। এছাড়া পৌর মেয়র শেখ মাহতাব আলীর মেথুর ড্রাইভার মো. আব্দুস সবুরও কোভিড-19 আক্রান্ত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এর আগে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন নমুনা পরীক্ষার পর গত ১৯ জুন তিনি কোভিড-19 এ আক্রান্ত বলে রিপোর্ট আসে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
ফরিদপুরের দুর্ঘটনার কারণ জানাল তদন্ত কমিটি
ঘোড়াঘাটের পৌর মেয়রসহ বিএনপির ৪ নেতাকর্মী কারাগারে
X
Fresh