• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কোটালীপাড়ার পৌর মেয়র করোনায় আক্রান্ত 

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ জুন ২০২০, ১৬:৪৩
Kotalipara municipal mayor is affected by Corona
কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী কামাল হোসেন শেখ

উপসর্গ ছাড়াই গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী কামাল হোসেন শেখের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত রোববার পৌর মেয়রসহ কোটালীপাড়ার ১২ জনের নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। গতকাল সোমবার রাতে পৌর মেয়রসহ ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের রিপোর্ট আসে। মেয়র বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে করোনার উপসর্গ নেই।

পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ বলেন, আমার শরীরে করোনার কোনও উপসর্গ নেই। আমি ভালো আছি, সুস্থ আছি। কোটালীপাড়া প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা সংক্রমণ শুরুর পর থেকে আমি কোটালীপাড়া উপজেলার সর্বত্র বাড়ি বাড়ি গিয়ে করোনায় কর্মহীন অসহায় মানুষকে মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। সবসময় তাদের পাশে দাঁড়িয়েছি, খোঁজ খবর রেখেছি। দ্রুত সুস্থতার জন্য কোটালীপাড়াবাসীর কাছে আমি দোয়া চাই।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh