• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঝালকাঠিতে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ জুন ২০২০, ১৮:৫৮
Corona of 20 people was identified in Jhalakathi, death 2
ঝালকাঠি

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে।

এছাড়াও একই সময়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, সাবেক পৌর কাউন্সিলর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জেল হোসেন ও নির্মাণ শ্রমিক মো. আলমগীর হোসেন। তাদের দু’জনেরই করোনার উপসর্গ জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট ছিল।

সোমবার (২২ জুন) ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় নতুন করে আরও ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ঝালকাঠির সদর উপজেলায় ৮ জন, নলছিটি উপজেলায় ৮ জন, রাজাপুর উপজেলায় ৩ জন ও কাঁঠালিয়া উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আরও জানান, নতুন আক্রান্তদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত ১৪৫ জন করোনা আক্রান্তের মধ্যে ৫২ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ৭ জন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৪ জনের করোনা শনাক্ত
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh