• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দীঘিনালায় করোনা উপসর্গ নিয়ে আনসার সদস্যের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ জুন ২০২০, ১৫:১৩
Corona virus symptoms
ফাইল ছবি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় আব্দুল সাত্তার নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টায় আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় তালুকদার জানান, দীঘিনালা ২৩ আনসার ব্যাটালিয়নের নায়েক আব্দুল সাত্তার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ছিলেন। গত ১৭ জুন তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তবে এখনো ফলাফল আসেনি।

এদিকে, খাগড়াছড়িতে আরও ৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫৯ জন। এর মধ্যে পুলিশ সদস্য ৬৯ জন ও স্বাস্থ্যকর্মী ১২ জন। তবে আক্রান্তদের মধ্যে ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, জেলা থেকে এ পর্যন্ত এক হাজার ৬৩৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ১ হাজার ২৫৮ জনের।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh