• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভৈরবে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯

ভৈরব প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ জুন ২০২০, ১৩:০৫
corona in Bhairab
ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি একজন সনাতন ধর্মাবলম্বী ও ভৈরববাজারের বাসিন্দা ছিলেন।

ফলে উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে- ৯ এ দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে মাত্র একজন ব্যতীত সবার বয়স ৫০ বছরের উপড়ে। তারা বেশ কয়েক দিন ধরেই করোনার উপর্সগসহ প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। মৃত ব্যক্তিদের সবার বাড়ি পৌর শহরের বিভিন্ন গ্রামে। আজ সোমবার সকালে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।

তিনি আরও জানান, গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে উপজেলায় মোট ৪৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর নতুন করে সুস্থ হয়েছেন তিনজন। ফলে এ পর্যন্ত উপজেলায় মোট ১৫৭ জন সুস্থ হয়েছেন। এছাড়াও গেল ১৭, ১৮, ১৯ ও ২০ জুনের রিপোর্ট পেন্ডিং রয়েছে।

এদিকে স্বাস্থ্যবিধি না মেনে অনেকেই অবাধে ঘুরাফেরা করছে। এমন কি মানছে না সামাজিক দুরত্ব। আবার কেউ কেউ মুখে মাস্ক পর্যন্ত পড়ছে না। ফলে প্রাণঘাতী করোনার সংক্রমণ নিয়ে চারদিকে আতঙ্ক বিরাজ করছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
তালতলীতে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু
রাজবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু
X
Fresh