• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ, আরটিভি অনলাইন

  ২২ জুন ২০২০, ১২:৫৫
increase in water in Sirajganj
ছবি সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

গেল ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যা বিপদসীমার ৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকালে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ১২ দশমিক ৭১ মিটার রেকর্ড করা হয়েছে।

আগামী দুই একদিনের মধ্যে যা বিপদসীমা (১৩.৩৫ মিটার) অতিক্রম করতে পারে।

এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদী তীরবর্তী জেলার ১৭টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। ডুবে গেছে সবজি ও ফসলি জমি। এছাড়া বেশ কিছু স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যমুনা নদী‌তে অষ্টমীর স্না‌নে পুণ্যার্থীদের ঢল
মানিকগঞ্জে গঙ্গাস্নানে পুণ্যার্থীদের ঢল
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, নিরাপত্তা জোরদার
কক্সবাজারে পর্যটকের ঢল, তিলধারণের ঠাঁই নেই
X
Fresh