• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে করোনা আক্রান্ত ভোলার জেলা জজকে

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ জুন ২০২০, ২০:০৮
District Judge. ABM Mahmudul Haque
হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে করোনা আক্রান্ত ভোলার জেলা জজকে

করোনাভাইরাসে আক্রান্ত দ্বীপজেলা ভোলার জেলা জজ ড. এ বি এম মাহমুদুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনী।

বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে তাকে ভোলা থেকে ঢাকায় আনা হচ্ছে বলে রোববার (২১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অপরদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম রোববার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, করোনা আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে।

তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপিকে জানানো হলে, তিনি তাকে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেলে তার চিকিৎসা করা হবে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: করোনায় ইমপালস হাসপাতালের আরো এক চিকিৎসকের মৃত্যু
---------------------------------------------------------------

তিনি ১২ জুন থেকে করোনা ভাইরাসজনিত রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ১২ হাজার ৩০৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫৩১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। মোট মারা গেছেন এক হাজার ৪৬৪ জন। এর মধ্যে এছাড়া সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমভি আবদুল্লাহর কাছাকাছি ইইউ যুদ্ধজাহাজ, চক্কর কাটছে হেলিকপ্টার
জিম্মি জাহাজ থেকে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে গুলি
সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন হচ্ছে কঙ্গোয়
হেলিকপ্টার পাচ্ছে পুলিশ
X
Fresh