• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঘোড়াঘাটের সোনালী ব্যাংক শাখা লকডাউন ঘোষণা

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ জুন ২০২০, ১৯:৫৩
Dinajpur
দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে সোনালী ব্যাংকের ওসমানপুর শাখায় কর্মরত এক পিয়ন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ব্যাংকের আরও দুই কর্মকর্তার করোনা উপসর্গের লক্ষণ দেখা দেওয়ায় ব্যাংকের শাখাটি লকডাউন করা হয়েছে।

আজ রোববার (২১ জুন) উপজেলা নির্বাহী অফিসার সোনালী ব্যাংক ওসমানপুর শাখাটি লকডাউন ঘোষণা করেন।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহীদা খানম জানান, ব্যাংক কর্মচারী (পিয়ন) জয়নাল আবেদীন বেশ কয়েক দিন ধরে জ্বর-সর্দিতে ভুগছিলেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর পর গত ১৬ জুন তার শরীরে করোনা শনাক্ত হয়। বর্তমানে ওই ব্যাংক কর্মচারী (পিয়ন) তার নিজ বাড়ি উপজেলার রানীগঞ্জ দক্ষিণ দেবীপুর গ্রামে হোম আইসোলেশনে রয়েছেন।

তিনি আরও জানান, ব্যাংকের শাখাটি আগামী ২৫ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময়ে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ থাকবে। বন্ধ থাকা অবস্থায় ব্যাংকের পার্শ্ববর্তী অন্য শাখায় গ্রাহকদের লেনদেন করতে বলা হয়েছে।

এ ঘটনায় দুই কর্মকর্তাসহ ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে লকডাউন তুলে নেয়া হবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্যাংকটি লকডাউনের আওতায় থাকবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুকি-চিনের হাতে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে বদলি
‘ব্যাংক ম্যানেজারের কারণে টাকা লুট করতে পারেনি সন্ত্রাসীরা’
স্বামীকে ফিরে পেয়ে যা বললেন ব্যাংক ম্যানেজারের স্ত্রী
সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিন উদ্ধার 
X
Fresh