• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীর ৩ উপজেলায় চলছে ঢিলেঢালা লকডাউন

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ জুন ২০২০, ১৬:১৭
Loose downdown is going on in 3 upazilas of Noakhali
ফাইল ছবি

নোয়াখালীতে নতুন করে আরও ২৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৩ জনে।

আজ রোববার বেলা ১১টার দিকে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

এমতাবস্থায় জেলায় করোনার প্রকোপ কমাতে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জে চলছে লকডাউন। এর মধ্যে নোয়াখালী সদর, বেগমগঞ্জে ১৩তম দিনের মতো চলছে লকডাউন। আর কোম্পানীগঞ্জ উপজেলায় চলছে সপ্তম দিনের মতো।

সরেজমিন খোঁজ নিয়ে দেখা গেছে, তিনটি উপজেলায় প্রথমদিকে লকডাউন কঠোরভাবে মানা হলেও শেষের দিকে এসে সেটি মানা হচ্ছে না। একই সঙ্গে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। প্রধান সড়কগুলোতে বেড়েছে যান চলাচল।

এছাড়াও পাড়া-মহল্লার ছোট-বড় হাট-বাজারগুলোতে সামাজিক দূরত্ব না মেনে ঘটছে জনসমাগম। লকডাউন না মেনে দোকান খোলা রাখা ও রাস্তায় অবাধে ঘোরাফেরা করার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা এবং রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করার অপরাধে ১৮টি গাড়ি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক করা হয়।

স্থানীয়রা বলেন, পরিস্থিতি উদ্বেগজনক। তাই লকডাউন উপজেলা ভিত্তিক কঠোর করা না হলে বিপদ ভয়াবহ আকার নেবে।

প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত ১ হাজার ৬৮৩ জন করোনা আক্রান্তের মধ্যে ৬০৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ৪০ জন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh