• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনা: নারায়ণগঞ্জে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩

নারায়ণগঞ্জ সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ২১ জুন ২০২০, ১২:৪৪
Among them 6 are from Rupganj and one from Dapa area of ​​Sadar upazila.
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জে ৭ জন করোনায় আক্রান্ত মারা গেছেন। এদের মধ্যে রূপগঞ্জে ৬ জন ও সদর উপজেলার দাপা এলাকার একজন। সব মিলিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০৭ এ। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১১৩ জন। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৪ হাজার ৬৪৩ জন।

সকালে জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ২৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে ২১ হাজার ৮৯২ জনের নমুনা সংগ্রহ করা হলো। জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম জানান, মৃত্যু তালিকায় যোগ ৭ জনের মধ্যে রূপগঞ্জের একজন নারী রয়েছেন। তার বয়স ২৬। এছাড়া রূপগঞ্জে মারা যাওয়া অন্য ৫ পুরুষের বয়স ৮০, ৬৫, ৬০, ৫৭ ও ৩৫। আর সদর উপজেলার ফতুল্লার দাপা এলাকার ৪৫ বছর বয়স্ক একজন পুরুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮৫ জনের। সর্বমোট নমুনা সংগ্রহের সংখ্যা ২১ হাজার ৮৯২।

উল্লেখ্য, শহরের খানপুরে অবস্থিত করোনা হাসপাতাল হিসেবে ঘোষিত ৩ শ’ শয্যা হাসপাতালসহ কয়েকটি বুথে কিট সংকট থাকায় নমুনা সংগ্রহে কিছুটা ভাটা পরেছে।


মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh