• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুষ্টিয়ায় চিকিৎসকসহ নতুন ১৯ জনের করোনা শনাক্ত

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ জুন ২০২০, ১১:৪২
The number of patients infected with coronavirus in Kushtia stood at 348.
ছবি সংগৃহীত

কুষ্টিয়ায় এক চিকিৎসকসহ নতুন করে আরও ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে কুষ্টিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৪৭ জনে।

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১০৯টি নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১১ জন, দৌলতপুরে ৪ জন, একজন চিকিৎসকসহ খোকসায় ২ জন, কুমারখালী ১ জন ও ভেড়ামারায় ১ জন রয়েছে।
এদের মধ্যে পুরুষ ১১ আর নারী ৮ জন। আক্রান্ত প্রত্যেকের বাড়ি ও এলাকা লকডাউন করা হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৪ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২৪৪ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জন। এ পর্যন্ত কুমারখালী ও দৌলতপুর ও ভেড়ামারায় ৩ জন মারা গেছে।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ মোট ১৮ রেড জোনে লকডাউন চলছে। লকডাউন চলতে থাকলে আক্রান্তের সংখ্যা কমে আসবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৪ জনের করোনা শনাক্ত
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh