• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরে র‌্যাব সদস্যসহ ৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০২০, ২০:১৮
3 new coronaviruses have been identified
ফাইল ছবি

মেহেরপুরে নতুন করে ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে।

এছাড়াও জেলায় নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।

শনিবার (২০ জুন) মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় মেহেরপুর গাংনী ক্যাম্পের এক র‌্যাব সদস্যসহ নতুন করে আজ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এছাড়াও আজ সকালে হাজী মুহিত (৬৮) নামে মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা এক করোনা রোগী মারা গেছেন। তাকে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়েছে।

সার্বিক বিষয়ে সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন, জেলায় করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই ঘর থেকে বের হওয়া ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে শারীরিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করার আহবান জানান তিনি।

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ৪১ জন করোনা আক্রান্তের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে গেছেন। আর মারা গেছেন ৪ জন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
নোয়াখালীতে ‘হিটস্ট্রোকে’ শিক্ষার্থীর মৃত্যু
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
X
Fresh