• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মান্দায় করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০২০, ১৯:০৪
She is the wife of late Ayaz Uddin of Bishnupur village in Bishnupur union of the upazila.
নওগাঁ

নওগাঁর মান্দায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মাজেদা বিবি (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে নিজ বাসভবনে তিনি মারা যান।

তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, মাজেদা বিবি ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। জ্বর, সর্দি, কাশিসহ করোনাভাইরাসের অন্যান্য উপসর্গ নিয়ে গত বুধবার ঢাকা থেকে বাড়ি আসেন তিনি। এরপর বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি প্রশাসনকে না জানিয়ে তড়িঘড়ি করে মাজেদার লাশ দাফন করা হয়েছে।

মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অবহিত হয়ে মাজেদার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান (৫৪) গত শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh