• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নাস্তা বানাতে গিয়ে দগ্ধ স্কুলছাত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৮

নাস্তা বানাতে গিয়ে কেরোসিনের চুলার আগুনে গুরুতর দগ্ধ হলো মেহেরুন নেসা নামের স্কুলছাত্রী। তার সারা শরীরই পুড়ে গেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বড়পোলে এ দুর্ঘটনা ঘটে।

মেহেরুনের বাবা শফিউল আলম ঢাকায় চাকরি করেন। বড়কল এ জেড উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহিদ হোসাইন আরটিভি অনলাইনকে বলেন, সকাল ১০টা ৪০ মিনিটে গুরুতর দগ্ধ অবস্থায় চন্দনাইশ থেকে মেহেরুনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাকে হাসপাতালে নিয়ে আসেন তার ভাই রাব্বি। বোনকে বাঁচাতে গিয়ে রাব্বিও আগুনে দগ্ধ হয়েছেন।

রাব্বি জানান, সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানোর জন্য ঘরের কেরোসিনের চুলার স্টোভে আগুন ধরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh