• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় রেড জোন চিহ্নিত চারটি ওয়ার্ডে লকডাউন শুরু

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

  ২০ জুন ২০২০, ১০:০৭
Lockdown started in four wards identified as red zone in Comilla
কুমিল্লায় রেড জোন চিহ্নিত চারটি ওয়ার্ডে লকডাউন শুরু

কুমিল্লা নগরীর চারটি ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত এলাকা হিসেবে লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে আগামী ৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব ওয়ার্ডে লকডাউন বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে শুক্রবার দুপুরে গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

ওয়ার্ডগুলো হচ্ছে- নগরীর ৩, ১০, ১২ এবং ১৩।

এর আগে গত মঙ্গলবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রেড জোন এলাকার বসবাসরত ইপিজেডে কর্মরত শ্রমিকগণ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে শুধুমাত্র একবার বের হতে পারবেন এবং একবার প্রবেশ করতে পারবেন। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ বের হতে পারবেন না। এসব এলাকায় সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। ওয়াক্ত নামাজের ক্ষেত্রে ৫ জন এবং জুম্মার নামাজের ক্ষেত্রে ১০ জন অংশগ্রহণ করতে পারবেন। পুলিশ, র‌্যাব, সেচ্ছাসেবক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক এসব বিষয় তদারকি করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএসের প্রিলির জন্য ১০৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh