• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় দুই শিশুসহ নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০২০, ০৯:০৭
In Chuadanga, 6 people including two children are newly infected with corona
করোনাভাইরাস

চুয়াডাঙ্গায় গেল ২৪ ঘণ্টায় দুই শিশু ও তিন পুলিশ সদস্যসহ নতুন করে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৬ জনে।

আজ শনিবার (২০ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩৯ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার জাফরপুর গ্রামের ঢাকা ফেরত দুই শিশুসহ একই পরিবারের চারজন ও দামুড়হুদা মডেল থানার দুই পুলিশ সদস্য এবং একই থানার দুলালনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এক উপপরিদর্শক। আক্রান্ত পুলিশ সদস্যদের সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে ও বাকিদের বাড়ি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৭৬ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯০ জন ও মারা গেছেন ২ জন।


আরো পড়ুন: করোনা: কুষ্টিয়ায় আরও ২১ জন শনাক্ত

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh