• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনা: বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন ১১৬ রোগী শনাক্ত, ৪ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ জুন ২০২০, ১৩:৩১
In Bogra, 116 new patients were identified in 24 hours, 4 died
করোনাভাইরাস

গেল ২৪ ঘন্টায় বগুড়ায় আরও ১১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা মোট ১ হাজার ৮১৮ জনে পৌঁছাল। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪ জন এবং সুস্থ হয়েছেন আরও ২০ জন। ফলে এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু বরণকারীর সংখ্যা ২৬ জন এবং এপর্যন্ত মোট সুস্থ হলেন ১৭৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৬১৯ জন।

জানা গেছে, নতুন শনাক্ত ১১৬ জন করোনা রোগীর মধ্যে পুরুষ ৭৮ জন, নারী ৩৪ জন এবং শিশু ৪ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে প্রাপ্ত গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষার ফলাফল জানানো হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।‌ অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ১৫৬টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪ জন এবং সুস্থ হয়েছেন আরও ২০ জন। ফলে এ পর্যন্ত জেলায় করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২৬ জন এবং সুস্থ হলেন মোট ১৭৩ জন।

বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh