• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা: ফরিদপুরে আরও ২৯ জন শনাক্ত, নতুন এলাকা রেড জোন ঘোষণা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ১৮ জুন ২০২০, ১০:০৭
Corona: 29 more identified in Faridpur, new area declared red zone
করোনা: ফরিদপুরে আরও ২৯ জন শনাক্ত, নতুন এলাকা রেড জোন ঘোষণা

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাবে দায়িত্ব প্রাপ্ত প্রফেসর মোহাম্মদ রেজাউল কাদের এই তথ্য জানিয়েছেন।

নতুন করে ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ফরিদপুরে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫২ জনে।

এদিকে ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকায় ছাড়াও বোয়ালমারী উপজেলার তিনটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন।

তিনি বলেন, শনিবার থেকে ওই ওয়ার্ডের লকডাউন বাস্তবায়ন করা হবে।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে যে ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ভাঙ্গায় ১১, চরভদ্রাসনে ৬, সদরপুরে ৩, সদর উপজেলা, নগরকান্দা ও বোয়ালমারীতে ২ জন করে এবং আলফাডাঙ্গা, মধুখালী ও সালথায় ১ জন করে রয়েছে। এর মধ্যে ১২ জন নারী ও ১৭ জন পুরুষ।

---------------------------------------------------------------
আরো পড়ুন: চট্টগ্রামে আরও ১৭৮ জন করোনায় আক্রান্ত
---------------------------------------------------------------

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, জেলার ভাঙ্গা পৌর এলাকায় লকডাউন চলছে, নতুন করে কিছু এলাকা রেড জোন চিহ্নিত করা হয়েছে। দ্রুত লকডাউন কার্যকর করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh