• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সারাদেশে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪২

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহিদের শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি।

দিবসটি উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারের সঙ্গে মিলিয়ে রাত ১২টা ১ মিনিটে থেকে দেশে বিভিন্ন স্থানের শহিদ মিনারে ফুল দিয়ে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সবস্তরের মানুষ।

রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পুস্পমাল্য অর্পণ করেন। একুশের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ। হবিগঞ্জে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে জনতার ঢল নামে। শহিদদের আত্মার মাগফিরাত কামনায় কুষ্টিয়ায় সর্বস্তরের মানুষ যথাযথ মর্যাদায় শহিদ মিনারে শ্রদ্ধা জানায়।

রাজশাহীতে দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যসহ সবস্তরের মানুষ।

দিবসের প্রথম প্রহরে কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এছাড়াও শরীয়তপুর, ময়মনসিংহ, নাটোর, কুষ্টিয়া, দিনাজপুর, জামালপুর, ফরিদপুর, যশোর, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, জয়পুরহাট, মাগুরা, মেহেরপুর, নরসিংদী, নেত্রকোনা, বান্দরবান, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে শহিদ মিনারে ফুল দিয়ে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন করছেন সারাদেশের মানুষ।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh