• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনা: বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন ১৮৬ রোগী শনাক্ত, ৫ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০২০, ১৬:৪১
In the last 24 hours, 16 more corona patients have been identified in Bogra
ছবি সংগৃহীত

গেল ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও ১৮৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা মোট ১ হাজার ৭০২ জনে পৌঁছাল। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। ফলে এ পর্যন্ত জেলায় করোনায় মোট মৃত্যু বরণকারীর সংখ্যা ২২ জন। এদিকে সুস্থ হয়েছেন আরও ৫৮ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৫৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৫২৭ জন।

বুধবার (১৭ জুন) সকালে জেলার গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষার ফলাফল জানানো হয়। জানা যায়, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।‌

অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ৮১টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষায় নতুন ১০৬ জনের ফলাফল পজিটিভ এসেছে। ফলে সব মিলিয়ে জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। ফলে এ পর্যন্ত জেলায় করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২২ জন এবং সুস্থ হয়েছেন ৫৮ জন, ফলে এ পর্যন্ত সুস্থ হলেন মোট ১৫৩ জন।

বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
X
Fresh