• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে নতুন ৩০ জনের করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০২০, ১৬:২৯
The number of corona cases in the district stands at 506
ফাইল ছবি

চাঁদপুরে নতুন করে আরও ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৮ জনে।

আজ বুধবার চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করে করোনা পজিটিভ হওয়া ব্যক্তিদের মধ্যে মতলব আইসিডিডিআরবি’র ৬ জন, চাঁদপুর সদরের ১৯ জন, ফরিদগঞ্জের ৪ জন ও হাজীগঞ্জের ১ জন রয়েছেন। এর মধ্যে ফরিদগঞ্জের আজিজ মোল্লা (৬৫) ও চাঁদপুর সদরের মফিজুল ইসলাম (৬৫) আগেই মারা গেছেন।

এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, বুধবার ঢাকা থেকে ৯০টি নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৪টি রিপোর্ট করোনা পজিটিভ। এছাড়া মতলব আইসিডিডিআরবি থেকে তাদের মহাখালীস্থ প্রধান কেন্দ্রে পাঠানো নমুনা টেস্টে আরও ৬ জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। নমুনা পৃথকভাবে পাঠালেও জেলায় অবস্থানের কারণে তারাও চাঁদপুরের আক্রান্ত রোগীদের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় ৫০৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৮১ জন, কচুয়ায় ২৮ জন, শাহরাস্তিতে ৬৩ জন, হাজীগঞ্জে ৫৯ জন, ফরিদগঞ্জে ৬১ জন, মতলব দক্ষিণে ৫০ জন, মতলব উত্তরে ২৭ জন ও হাইমচরে ৩৩ জন।

আর ৫০৮ জন করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৫ জন এবং মারা গেছেন ৪১ জন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
X
Fresh