• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নবাবগঞ্জে আরও ১৮ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, ঢাকা দক্ষিণ

  ১৭ জুন ২০২০, ১৫:১১
Corona has been identified in the bodies of 16 more people in Dhaka's Nawabganj upazila
ছবি সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরও ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ১৮ রোগী শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

ডা. অনুপ জানান, বিভিন্ন বয়সী নতুন আক্রান্তরা উপজেলার কলাকোপা, বকসনগর, যন্ত্রাইল, শোল্লা, নয়নশ্রী চুড়াইন ও মুন্সীগঞ্জের সিরাজদিখানের খারশুর ইউনিয়নের বাসিন্দা।

গত বুধবার (১০ জুন) উপজেলা থেকে মোট ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রাতে পাওয়া ফলাফলে সেখান থেকে ওই ১৮ রোগী ছাড়াও পুরাতন আরও দুই রোগীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭ জন ও মৃত্যুবরণ করেছেন ৪ জন।

নতুন আক্রান্তদের তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসার দেয়া হবে জানিয়ে ডা. অনুপ জানান, সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে। এছাড়াও প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
X
Fresh