• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তি

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০২০, ১৫:১১
Ordinary people have been suffering due to sudden drizzle in Dinajpur.
হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে হওয়াতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ

দিনাজপুরের হিলিতে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

আজ বুধবার সকাল থেকে হঠাৎ করেই হিলিতে বৃষ্টি শুরু হয়। এর ফলে অনেকেই ছাতা নিয়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনা সড়কে মানুষের যাতায়াত কম দেখা গেছে।

অপরদিকে সকাল থেকেই পুরো আকাশ ঘন মেঘে ঢাকা রয়েছে, দেখা মেলেনি সূর্যের। এছাড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কারণে রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে।

সিএনজি চালক আবুল কাসেম ও ভ্যানচালক রফিকুল ইসলাম জানান, হঠাৎ করে বৃষ্টি হওয়ায় আমাদের সিএনজি ও ভ্যান চালাতে সমস্যা হচ্ছে। করোনাভাইরাসের কারণে সংসারে অনেক অভাব দেখা দিয়েছে। এরই মধ্যে বৃষ্টি হওয়াতে আমাদের আয় কমে যাওয়ায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।

প্রসঙ্গত, উত্তর বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়া আজ সকাল ১০টা থেকে আগামীকাল সকাল ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও তারা সাগরে ৩ নং এবং দেশের অভ্যন্তরীণ নদীগুলোর জন্য এক নং সতর্ক সংকেত জারি করেছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেতু ভেঙে ভোগান্তি, ঝুঁকি নিয়ে চলাচল  
টানা তিন দিন শিলাবৃষ্টির আশঙ্কা, তাপপ্রবাহেও দুঃসংবাদ
তীব্র তাপপ্রবাহ বইছে চার জেলায়, বাড়বে অস্বস্তি
তীব্র তাপপ্রবাহ, সতর্ক থাকতে মাইকিং
X
Fresh