• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গলাচিপায় করোনা উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ১৭ জুন ২০২০, ১২:৪৮
Death of a teacher with corona symptoms in the throat
পটুয়াখালী

পটুয়াখালীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মাওলানা মো. সাইফুল্লা বিন আব্দুর রহিম (৫২) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ বুধবার সকালে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা মো. সাইফুল্লা বিন আব্দুর রহিম গলাচিপার এন.জেড আলিম মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার বাড়ি গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর এলাকায়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম জানান, প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তাকে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং ওইদিনই রাত ১১টার দিকে মারা যান তিনি।

তিনি আরও জানান, তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং কোভিড-১৯ নিয়ম অনুযায়ী তাকে দাফন করা হচ্ছে।

উল্লেখ্য, জেলায় গত ১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ১৪ জন কোভিড-১৯ করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। এর মধ্যে পটুয়াখালীর সদর উপজেলায় ৮ জন, বাউফল উপজেলায় ৫ জন এবং গলাচিপা উপজেলায় একজন রয়েছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
X
Fresh