• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীর শহিদ মিনারে মানুষের ঢল

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

  ২১ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:২১

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরেই রাজশাহীর শহিদ মিনারগুলোতে মানুষের ঢল নেমেছে। ফুলে ফুলে ভরে গেছে নগরীর শহিদ মিনারগুলো।

১২ টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহিদ মিনারে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এরপর সেখানে রাজশাহী মহানগর বিএনপি’র পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বিএনপি’র উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও সিটি করপোরেশন বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

এদিকে দিবসের প্রথম প্রহরে ভুবনমোহন পার্কে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাসিক মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারী প্রাতিষ্ঠানিক ইউনিটসহ বিভিন্ন সংগঠন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh