• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশীয় ব্রান্ডের তামাক পণ্যে কর বাড়ানোর প্রতিবাদে রংপুরে মানববন্ধন

রংপুর সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ১৬ জুন ২০২০, ১৫:৫৯
Human chain in Rangpur to protest against tax hike on domestic brand tobacco products
মঙ্গলবার সকালে জাহাজ কোম্পানি মোড় এলাকায় প্রায় দুই শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর মানববন্ধন

প্রস্তাবিত বাজেটে দেশীয় ব্রান্ডের তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছেন বিড়ি-সিগারেট কোম্পানির শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার সকালে জাহাজ কোম্পানি মোড় এলাকায় প্রায় দুই শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী মানববন্ধনে অংশ নেয়। তারা বলেন, বিদেশী ব্রান্ডের তামাকজাত পণ্যের দাম কম বাড়িয়ে দেশী পণ্যের অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে। এর ফলে মালিকদের পাশাপাশি ক্ষতির মুখে পড়বে শ্রমিকরা। এমনকি আয়ের পথ বন্ধ হয়ে পথে বসতে হবে তাদের। বক্তারা বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে প্রধানমন্ত্রীর দেশীয় ব্রান্ডের বিড়ি সিগারেটের পৃথক মূল্য নির্ধারণের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। তারা আরো বলেন, ২০১৮-১৯ অর্থবাজেটে নিম্নস্লাব শুধুমাত্র দেশীয় মালিকানাধীন কোম্পানিগুলো সংরক্ষিত রাখার জন্য সংসদে অনুমোদন পাওয়ার পরও আজও তা বাস্তবায়ন হয়নি। এমতাবস্থায় তামাক শিল্পকে বাচাতে নিম্নস্লাবের সিগারেট উৎপাদনে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানির জন্য রিজার্ভের দাবি জানান তারা।

সি/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
গণবিজ্ঞপ্তির আগেই বদলির প্রজ্ঞাপনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
ময়মনসিংহে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন 
জাবিতে নিপীড়নবিরোধী মঞ্চের মানববন্ধন
X
Fresh