• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে ১৯টি ওয়ার্ড রেড জোনে

সিলেট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ জুন ২০২০, ১১:৪৩
Sylhet City Corporation has proposed to make 19 out of 26 wards of Sylhet city a red zone.
ছবি সংগৃহীত

সিলেট নগরীর ২৭ ওয়ার্ডের মধ্যে ১৯ টিকে রেড জোন করার প্রস্তাব দিয়েছে সিলেট সিটি করপোরেশন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সিসিকের পক্ষ থেকে পুরো নগরীকে ওয়ার্ডভিত্তিক তিনটি জোনে ভাগ করা হয়।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকেও রেড, ইয়েলো ও গ্রিন জোনের প্রস্তাবনা সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য নির্বাহী কর্মকর্তা জানান, অতিরিক্ত সংক্রমণের জন্য নগরীর ১৯ টি ওয়ার্ডকে রেড জোনে রাখার পাশাপাশি চারটি ওয়ার্ডকে ইয়েলো এবং পাঁচটি ওয়ার্ডকে গ্রিন জোনে রাখা হয়েছে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : রেড জোনে থাকবে সেনা টহল
---------------------------------------------------------------------

সিসিকের প্রস্তাবনা অনুযায়ী, রেড জোনে রয়েছে এক থেকে ৯ নম্বর ওয়ার্ড ও ২৭ নং ওয়ার্ড, ১২ থেকে ১৪ নম্বর ওয়ার্ড, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ড এবং ১৯ থেকে ২২ নম্বর ওয়ার্ড।

এই ওয়ার্ডগুলো পুরোপুরি লকডাউন হতে পারে। এছাড়া নগরীর ১০, ১৫, ১৮ ও ২৭ নম্বর ওয়ার্ডকে ইয়েলো জোনে রাখার প্রস্তাব করা হয়েছে। নগরীর ১১ নম্বর ওয়ার্ড এবং ২৩ থেকে ২৬ নম্বর ওয়ার্ড পর্যন্ত তুলনামূলক কম সংক্রমিত এলাকা হিসেবে গ্রিন জোনে রাখা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
রাষ্ট্রায়ত্ত চারটিসহ ৯ ব্যাংক রেড জোনে
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh