• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মাস্ক ছাড়া ঢুকতে দেয়া হলো না পৌর এলাকায়

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ জুন ২০২০, ১৮:২৫
Municipal areas were not allowed to enter without masks
ফাইল ছবি

দিনাজপুরে হিলিতে করোনাভাইরাসের সংক্রামণ রোধে নো মাস্ক নো এন্ট্রি কার্যক্রম চালু করেছে হিলি পৌরসভা কর্তৃপক্ষ।

আজ সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে পৌরসভা কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

পরে হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত কাউন্সিলর ও স্টাফদের নিয়ে পৌরসভার সামনের সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন। এসময় সকলকে মাস্ক ব্যবহারের জন্য ও সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য নাগরিকদের বলা হয়। শুধুমাত্র মাস্ক পরিহিত ব্যক্তিদেরকে পৌরসভা ও পৌর এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে, যাদের মাস্ক নেই তাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

হাকিমপুর-হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন বলেন, ইতোমধ্যে দিনাজপুর জেলা করোনা সংক্রামণের হার বাড়ার কারণে রেড জোনের মধ্যে পড়েছে। সে তুলনায় হিলি অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। সেই অবস্থা ধরে রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। জনগণকে মাস্ক ছাড়া পৌরসভার অভ্যন্তরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh