• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গোপালগঞ্জে আরও ১৬ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ জুন ২০২০, ১৪:৫৩
Corona virus in gopalganj
গোপালগঞ্জ

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৫ জনে।

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে চারজন, কাশিয়ানীতে একজন, টুঙ্গিপাড়ায় দুইজন, মুকসুদপুরে সাতজন, কোটালীপাড়ায় দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা হরা হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৮৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ৯২ জন, কাশিয়ানীতে ১০৫ জন, গোপালগঞ্জ সদরে ৬০ জন, টুঙ্গিপাড়ায় ৫১ জন ও কোটালীপাড়া উপজেলায় ৫৭ জনসহ মোট ৩৬৫ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

প্রসঙ্গত, জেলায় ৩৬৫ জন করোনা আক্রান্তের মধ্যে ১৬৫ জন সুস্থ হয়ে গেছেন। আর মারা গেছেন তিনজন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh