• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চিরনিদ্রায় শায়িত হবার জন্য প্রস্তুত কামরানের কবর

সিলেট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ জুন ২০২০, ১২:০৪
Kamran's grave
ছবি সংগৃহীত

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন কামরানকে দাফন করার জন্য কবর প্রস্তুত করা হয়েছে। বাবা এবং মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন সিলেটের এই জনপ্রিয় নেতা।

বর্তামানে তার মরদেহ ঢাকা সিএমএইচ হাসপাতাল থেকে সিলেটের পথে রয়েছে। সিলেটে তার মরদেহ পৌছার পর জানাজা শেষে নগরের মানিকপীর টিলায় সিটি করপোরেশনের মালিকাধীন গোরস্থানে তাকে দাফন করা হবে। আজ সোমবার ভোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান কামরান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

গেল পাঁচ জুন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় কামরানের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তার আগে ২৭ মে তার স্ত্রী আসমা কামরান কোভিড-১৯ আক্রান্ত হন।

শারীরিক অবস্থার অবনতি হলে গেল সাত জুন কামরানকে ঢাকায় নিয়ে এসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেয়া হয়েছিল।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh