• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় ২৫ জনকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৪ জুন ২০২০, ২১:৩৬
tangail corona virus
টাঙ্গাইল

টাঙ্গাইলে স্বাস্থ্য বিধি অনুসরণ না করে মুখে মাস্ক ছাড়ায় বাইরে বের হওয়ায় ২৫ জনকে ১৪ হাজার ৮২০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ জুন) জেলার মির্জাপুর ও কালিহাতী উপজেলায় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপা।

জানা যায়, মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এবং গোড়াই এলাকায় মাস্ক না পরার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জনকে ১২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক না পরার দায়ে ৯ জনকে ২ হাজার ২০ টাকা জরিমানা করা হয়েছে।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন বলেন, ‘সরকারিভাবে নির্দেশনা রয়েছে বর্তমান প্রেক্ষাপটে ঘর থেকে বের হলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার করতে হবে। কিন্তু অনেকেই নির্দেশনা না মেনে মাস্ক ছাড়া অবাধে চলাচল করছিলেন। পরে ১৬ জনকে জরিমানা করা হয়।’

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাঁজার জন্য ঘরের টিন বিক্রি, মাকে মারধর
পঞ্চগড়ে দুই ইটভাটাকে জরিমানা
করোনায় আরও একজনের মৃত্যু
বাড়তি দামে পণ্য বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
X
Fresh