• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনা: বগুড়ায় নয় সাংবাদিকসহ নতুন ৮৮ রোগী শনাক্ত, মৃত্যু ৩

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৪ জুন ২০২০, ১৩:৫১
করোনা: বগুড়ায় নয় সাংবাদিকসহ নতুন ৮৮ রোগী শনাক্ত, মৃত্যু ৩

গেল ২৪ ঘণ্টায় বগুড়ায় ৯ সাংবাদিকসহ আরও ৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা মোট ১ হাজার ২৭৪ জনে পৌঁছাল। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩ জন। ফলে এপর্যন্ত জেলায় করোনায় মৃত্যু বরণকারীর সংখ্যা ১৪ জন।

শনিবার (১৩ জুন) রাতে প্রাপ্ত জেলার নমুনা পরীক্ষার ফলাফলে নতুন শনাক্ত ৮৮ জনের মধ্যে টিএমএসএস এর পিসিআর ল্যাবের পরীক্ষায় শনাক্ত ২১ জনের বিস্তারিত জানা যায়নি। বাকি ৬৭ জনের মধ্যে ৫০ জন পুরুষ, ১৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন। ।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।‌ অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে গত ২৪ ঘণ্টায় প্রথম দফায় বগুড়ার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়। যারমধ্যে ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে টিএমএসএস এর পিসিআর ল্যাবে দ্বিতীয় ধাপে পরীক্ষায় আরও ২১ জন রোগী শনাক্ত হয়। তবে তাদের বিস্তারিত জানা যায়নি।‌

নতুন সনাক্ত হওয়া ৮৮ জনের মধ্যে বগুড়া সদর উপজেলার ৪৪, গাবতলীতে ৮, ‌শিবগঞ্জে ২, দুপচাঁচিয়ায় ৩ জন, সারিয়াকান্দিতে ২, কাহালুতে ২ জন, আদমদীঘি ও ধুনট উপজেলায় ১ জন রোগী রয়েছেন। এছাড়া ৪ জনের মোবাইল বন্ধ থাকায় তাদের ঠিকানা এবং টিএমএসএস এর দ্বিতীয় ধাপে পরীক্ষার ফলাফলে শনাক্ত ২১ জনের নাম পরিচয় জানা যায়নি।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh