• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খাগড়াছড়িতে করোনা উপসর্গ নিয়ে আনসার সদস্যের মৃত্যু

খাগড়াছড়ি সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ১৪ জুন ২০২০, ১৩:১৩
Ansar member dies in Khagrachari
ফাইল ছবি

খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পূর্ণজীবন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বর, সর্দি ও কাশি নিয়ে শুক্রবার সন্ধ্যায় এক আনসার সদস্য খাগড়াছড়ি সদর হাসপাতালে আসলে তাকে করোনা রোগী সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

অপরদিকে খাগড়াছড়িতে লাফিয়ে বাড়ছে কোভিড- 19 ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়িতে আরও ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ জন। এছাড়া ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন শনাক্তদের মধ্যে পুলিশ সদস্যরাই বেশি। এছাড়া স্বাস্থ্য কর্মীও রয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, শনাক্তদের মধ্যে রামগড়ে ৮ জন, মানিকছড়িতে ৭ জন, দীঘিনালায় ৩ জন, খাগড়াছড়ি সদরে ৩ জন, মহালছড়িতে ১ জন ও মাটিরাঙ্গায় ১ জন রয়েছে ।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, নতুন আক্রান্তের মধ্যে ১০ জনই পুলিশ সদস্য। এরমধ্যে রামগড়ে ৭ ও দীঘিনালায় ৩ পুলিশ সদস্য রয়েছেন।

দীঘিনালার পুলিশ সদস্যরা কক্সবাজারে দায়িত্ব পালন শেষে গত ৭ জুন দীঘিনালায় ফিরেন। ৮ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh