• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে এক সঙ্গে তিন শিশুর জন্ম

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০২০, ২২:০০
Three children were born together in Habiganj
হবিগঞ্জে এক সঙ্গে তিন শিশুর জন্ম

হবিগঞ্জ শহরের সেন্ট্রাল হসপিটাল নামে একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে এক সাথে তিন ছেলে শিশুর জন্ম দিয়েছেন এক মা। শনিবার সকালে নবীগঞ্জ উপজেলার রেখা আক্তার নামে এক গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন। রেখা আক্তার নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের দিনমজুর আব্দুল বাছেতের স্ত্রী।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আরশেদ আলী সফলভাবে এই অপারেশন সম্পন্ন করে জানান, মা ও তিন সন্তানই সুস্থ রয়েছে।

সেন্ট্রাল হসপিটালের ব্যবস্থাপক অসীম কুমার দেব বলেন, শনিবার সকালে সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে। তিনটি ছেলের প্রত্যেকেরই ওজন ছিল ২ কেজি করে। এই ওজন স্বাভাবিক এবং তারা সুস্থ আছে।

নবজাতকদের বাবা আব্দুল বাছেত বলেন, আমার স্ত্রী রেখার প্রসব ব্যথা উঠলে গ্রামের লোকজনের সহযোগিতায় জেলা শহরের বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।

এক সাথে তিন সন্তানের জন্ম হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করে বলেন, আমার অবস্থা ভালো না হলেও আল্লাই তাদের জীবিকার ব্যবস্থা করবেন।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি ৮৭০ কেজি চালসহ দোকানি গ্রেপ্তার
খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার, গ্রেপ্তার ১
‘স্বাধীনতার চেতনা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম’
গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে আহত শতাধিক
X
Fresh