• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০২০, ১৫:৩৭
Shibchar Upazila Nirbahi Officer attacked by Corona
ছবি সংগৃহীত

মাদারীপুর জেলার শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় পাওয়া রিপোর্টে শনিবার দুপুরে এ তথ্য জানা গেছে। এ সময় শিবচরে আরও ১৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টার রিপোর্টে মাদারীপুর জেলার শিবচরে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), হাইওয়ে পুলিশ, ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের হোম কোয়ারেন্টিনে ও আইসোলেশন নিশ্চিত করা হচ্ছে।

শিবচর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক ঘোষ বলেন, শিবচরে ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের অবস্থা বিবেচনায় হাসপাতাল ও বাড়িতে কোয়ারেন্টাইন-আইসোলেশনের ব্যবস্থা করা হবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, শরীরে জ্বর অনুভূত হলে গত ৭ জুন নমুনা দেন তিনি। পরে শনিবার দুপুরে পাওয়া রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। জ্বর হওয়ার পর থেকেই হোম কোয়ারেন্টিনে রয়েছেন তিনি

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh