• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় এক নার্সসহ করোনায় আক্রান্ত আরও ৩ জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০২০, ১০:৪৪
In Chuadanga, 3 more people including a nurse were affected by corona
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় গেল ২৪ ঘণ্টায় সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কর্মরত এক নার্সসহ নতুন করে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪০ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন ও মারা গেছেন ১ জন।

আজ শনিবার (১৩ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩৯ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কর্মরত এক নার্স,
ঢাকা ফেরত আলমডাঙ্গা স্টেশন পাড়ার এক নারী গার্মেন্টস কর্মী ও দামুড়হুদার দলিয়ারপুরের এক কৃষক।

সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫৪ জন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। চুয়াডাঙ্গায় মোট ১৪০ জন নারী-পুরুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৫ জন ও মারা গেছেন ১ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে একজনকে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh