• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সকালে করোনা উপসর্গে বাবার মৃত্যু, দুপুরে ছেলে করোনায় আক্রান্ত

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ জুন ২০২০, ২১:২৪
The father died of corona symptoms in the morning, while the son contracted corona at noon

দিনাজপুরের হিলিতে নমুনা সংগ্রহের ৯ দিনের মাথায় করোনা উপসর্গ নিয়ে সাহেব আলী (৬০) নামের একজনের মৃত্যুর পরেই রিপোর্ট আসে নেগেটিভ অন্যদিকে একই দিনে করোনা আক্রান্ত হয়েছেন তার ছেলে মিলন (৩০)।

ঘটনাটি ঘটেছে উপজেলার আলীহাট ইউনিয়নের জাংগই গ্রামে। করোনায় আক্রান্ত মিলন নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস আলী জানান, সাহেব আলী নারায়ণগঞ্জে থেকে গত ১০ দিন পূর্বে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে আসেন। এরপর তিনি গত ৩ জুন উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে তার পরিবারের ৯ সদস্যদের সকলেরই নমুনা দেয়। তাদের নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। পরে আজ তিনি সকালে করোনা উপসর্গ নিয়ে মারা যায় এবং মৃত্যুর পরেই তার করোনার ফলাফল নেগেটিভ আসলেও ছেলে মিলনের করোনা শনাক্ত হয়েছে।

এ ব্যাপারে হাকিমপুর ইউএনও মো. আব্দুর রাফিউল আলম জানান, স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তার দাফন কাজ সম্পূর্ণ করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh