• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চকরিয়ায় বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনকারী আনছুর গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ জুন ২০২০, ২০:৩১
Anisur arrested for torturing an old man in Chakaria
চকরিয়ায় বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনকারী আনছুর গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় বৃদ্ধকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন এবং তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ানোর ঘটনার প্রধান আসামি আনছুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে মহেশখালী উপজেলার সাইটমারা এলাকা থেকে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজি মতিউর রহমান জানিয়েছেন, গত ২৪ মে ঈদের আগের দিন বিকেলে চকরিয়া উপজেলার ঢেমুশিয়ার ছয়কুড়িটিক্কা পাড়ার হায়দার বাপের দরগাহ এলাকায় আনছুর আলম নামের এক যুবকের নেতৃত্বে নুরুল আলম নামের এক বৃদ্ধকে পূর্ব শত্রুতার জের ধরে বিবস্ত্র করে কিল-ঘুষি মেরে নির্যাতন চালানো হয়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর প্রেক্ষিতে গত ২ জুন নির্যাতিত বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোছাইন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ্য করে এ মামলাটি করেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি আনছুর আলম পলাতক ছিল। পুলিশ নানা কৌশলে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
X
Fresh