• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বগুড়ায় আরও ৭৭ জনের করোনা শনাক্ত

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ জুন ২০২০, ২৩:০১
Corona of 6 more people identified in Bogra
বগুড়া

বগুড়ায় নতুন করে আরও ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ জনে।

মঙ্গলবার (৯ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭৭ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫১ জন পুরুষ, ২২ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আজ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮ জনের এবং বেসরকারি টিএমএসএস হাসপাতালের পিসিআর ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

নতুন করোনা আক্রান্ত ৭৭ জনের মধ্যে বগুড়া সদরে ৫৪ জন, ধুনটে ১০ জন, গাবতলীতে ৭ জন, কাহালু ও শিবগঞ্জে ২ জন করে, শাজাহানপুর ও আদমদীঘিতে একজন করে রোগী শনাক্ত হয়েছেন।

তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলার ডেপুটি সিভিল সার্জন।

প্রসঙ্গত, এ পর্যন্ত বগুড়ায় ৯৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭২ জন। আর মারা গেছেন ৮ জন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh