• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে আরও এক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ জুন ২০২০, ২১:৪৩
Corona was identified as another health worker in Panchagarh
পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে আরও এক স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় ওই স্বাস্থ্যকর্মীর বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।

এ নিয়ে জেলার ৫ উপজেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে।

মঙ্গলবার (৯ জুন) রাতে নতুন করে ওই স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত ৯১ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৬ জন সুস্থ হয়ে গেছেন। আর মারা গেছেন ২ জন।

এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে শনাক্ত হওয়া ওই স্বাস্থ্যকর্মীর গত বৃহস্পতিবার (৪ জুন) নমুনা সংগ্রহ করে পরদিন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ রাতে তার প্রতিবেদন এসে পৌঁছায়। সেখানে তিনি করোনা পজিটিভ।

বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানান জেলা সিভিল সার্জন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh