• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনায় আরও ২ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ জুন ২০২০, ২১:১১
Corona virus rohingya died
রোহিঙ্গা ক্যাম্প

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও দু’জন রোহিঙ্গা শরণার্থী মারা গেছেন। এর মধ্যে একজন ক্যাম্প ১০ ও অপরজন ক্যাম্প ৭ এর বাসিন্দা বলে জানা গেছে।

মারা যাওয়া দুই রোহিঙ্গার বয়স যথাক্রমে ৫৮ বছর ও ৭০ বছর। এর মধ্যে একজন রোহিঙ্গা একজন গত রোববার (৭ জুন) এবং অপরজন গতকাল সোমবার (৮ জুন) মারা যান। তবে আজ তাদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার ও টেকনাফের শরণার্থী শিবিরে এ পর্যন্ত ৩ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

আজ কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কার্যালয়ের কর্মকর্তা সামছুদ্দৌজা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একজন গত রোববার ও অপরজন গতকাল সোমবার মারা গেছেন। তাদের করোনা প্রতিবেদন না আসায় তা প্রকাশ করা হয়নি। আজ তাদের রিপোর্ট পাওয়া গেছে। সেখানে দু’জনেরই ফলাফল পজিটিভ এসেছে।

ওই কর্মকর্তা আরও জানান, এ পর্যন্ত ৩৫ জন রোহিঙ্গা শরণার্থী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২ জন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকন্যা
করোনায় আরও একজনের মৃত্যু
রোহিঙ্গাদের জন্য ইউএনডিপি’র বড় তহবিল গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
X
Fresh